
নাজমুল হোসাইন মাহী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অনুষ্ঠিত হয়েছে “জুলাই ঐক্য” শীর্ষক ব্যাডমিন্টন টুর্নামেন্ট। জুলাই-আগস্ট গণআন্দোলনের নেতৃত্বদানকারী বিভিন্ন ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ছাত্র অধিকার পরিষদ এবং রানার্সআপ হয়েছে জাতীয় ছাত্র শক্তি। গত ১৬ জানুয়ারি (শুক্রবার) রাত ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে এই ঐতিহাসিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শহর আমির জাহিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহ-সভাপতি ওয়েজকুরুনী, জাতীয় নাগরিক পার্টির জেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ কামরুজ্জামান বুলু এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পুরো আয়োজনটির সমন্বয় ও সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা সমন্বয়ক আরাফাত হোসেন, মুখ্য সংগঠক আল শাহরিয়ার, মুখপাত্র মোহিনী পারভিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন ও সেক্রেটারি মেহেদী হাসান। এছাড়াও জাতীয় ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জাতীয় ছাত্র শক্তি ও জাতীয় যুব শক্তির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট একটি ঐতিহাসিক নজির হয়ে থাকবে। রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকলেও দেশের প্রয়োজনে ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই—এই টুর্নামেন্ট সেই বার্তাই দেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আয়োজক সংগঠনের নেতারা জানান, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে ছাত্র সংগঠনগুলোর এমন ঐক্যবদ্ধ প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এম.এম/সকালবেলা